নোয়াখালীতে নানান কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ভোরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এছাড়াও সকালে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে টেকনিক্যাল স্কুল মাঠে মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন পেশায় কর্মরত নানান স্বীকৃতি পাওয়া ব্যক্তিদের নিয়ে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় পুরস্কার তুলে দেন, শামীমা গ্রুপের চেয়ারম্যান ও সামাজিক উন্নয়নে অবদান রাখা ব্যক্তিত্ব সাহাব উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও জামাতের নেতৃবৃন্দ।
অপরদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সকালে মীর কাশেম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দেশাত্ববোধক গান, কবিতা আবরিত্বি, চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জাফর উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি মামুনুর রশীদ, লুৎফুর নাহার, শিক্ষক সায়েদুল ইসলাম, মেহেরুননেচা, দ্বীন ইসলাম মাহমুদ, আহসান উল্যাহ ভূইয়া, পপি রানী সাহা, অফিস সহকারী আবু বক্কর ছিদ্দিক সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
উপজেলার ২ নং গোপালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও থানা বিএনপির নেতা সাইফুল ইসলাম লিটন এর পক্ষ থেকে ইউনিয়ন ব্যাপী নেতাকর্মী ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। ইউনিয়নের বেতুয়াবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুবদল নেতা কামাল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহ আলম ভূঁইয়া সুজন, ও ছাত্রদল নেতা মোহাম্মদ দোলন, ইসরাফিল প্রমুখ।