পিরোজপুরের ইন্দুরকানীতে ধর্ষণ মামলায় স্বাক্ষী দেওয়ায় জামায়াত নেতা মোঃ নাসির উদ্দিন বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সকাল ১১টার দিকে উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের নুরানী মাদ্রাসার সামনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে দুইশতাধিক নারী ও পুরুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন,ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ ছত্তার হাওলাদার,স্বাক্ষী জসিম উদ্দিন,সরোয়ার হাওলাদার,শিক্ষক জাকির হাওলাদার,আউয়াল হাওলাদার,নাসিমা বেগম প্রমুখ । মানববন্ধনে বক্তারা বলেন, গত বছরের নভেম্বর মাসের ২৩ তারিখে উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের রিজিয়া বেগমকে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একই গ্রামের জামায়াত নেতা নাসির উদ্দিন খুলনা নিয়ে যায়। ওইদিন রাতে একটি ভাড়া বাসায় নিয়ে রিজিয়া বেগমকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন নাসির উদ্দিন । ঘটনার পরের দিন রিজিয়া বেগম খালিসপুর থানায় অভিযুক্ত নাসির উদ্দিনের বিরুদ্ধে একটি ধর্ষনের অভিযোগ করেন। থানা পুলিশ ব্যবস্থা না নেওয়ায় পাঁচদিন পরে খুলনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে অভিযুক্ত নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষনের মামলা দায়ের করেন। ওই মামলায় আটজন স্বাক্ষীকে আসামী নাসির উদ্দিন মানব পাচারসহ বিভিন্ন সময় হুমকি দামকি ও মামলা দিয়ে হয়রানি করছে। নাসির উদ্দিনের অত্যাচার থেকে বাঁচতে প্রশাসনের সহায়তা চাই স্থানীরা এবং তাকে আইনের আওতায় এনে শাস্তি দাবী করেন । এঘটনা শুনে জিয়ানগর উপজেলা জামায়াত নেতারা তাকে দল থেকে বহিস্কার করেন । অভিযুক্ত নাসির উদ্দিন জানান, আমার মানসম্মান নষ্ট করার জন্য শত্রুপক্ষ মানববন্ধন করেছে। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেনের মুঠোফোনে কল দিলে তিনি এবিষয় বক্তব্য দিতে রাজি হয়নি । ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন, নাসির উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন করেছে শুনেছি। এ বিষয় এলাবাসী অভিযাগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।