জাফলংয়ে উপদেষ্টাদের গাড়ি আটকিয়ে বিক্ষোভ, যুবদল নেতা বহিষ্কার

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : : | প্রকাশ: ১৫ জুন, ২০২৫, ০৭:৫৪ পিএম
জাফলংয়ে উপদেষ্টাদের গাড়ি আটকিয়ে বিক্ষোভ, যুবদল নেতা বহিষ্কার

সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতারা। রোববার (১৫ জুন) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহিদ খানকে দল থেকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। তার কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের প্রতি তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শনিবার (১৪ জুন) সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় সরেজমিন পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ফাওজুল কবির খান। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা জানান, পরিবেশ সংরক্ষণের স্বার্থে সিলেটে নতুন করে কোনো পাথর কোয়ারী চালু করা হবে না এবং কোনো লিজও দেওয়া হবে না।

এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় পাথর শ্রমিক, সংশ্লিষ্ট সংগঠনের নেতা ও এলাকাবাসী। পরে উপদেষ্টাদের বহনকারী গাড়ি আটকিয়ে বিক্ষোভ করেন তারা। ওই ঘটনার নেতৃত্বে ছিলেন যুবদল নেতা জাহিদ খান বলে অভিযোগ উঠেছে।

বিক্ষোভ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও বিজিবি যৌথভাবে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে এবং উপদেষ্টারা নিরাপদে এলাকা ত্যাগ করেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে যুক্ত থাকায় জাহিদ খানের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে