কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক রাতে আটক সকালে ১জন মুক্ত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন কে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনায় রোববার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ আটক করে।
সোমবার সকালে হেলাল উদ্দিনকে মুক্তি দিলেও পারভেজ আহমেদ কে হেফাজতে রেখেছে ডিবি পুলিশ।
আটক ও মুক্তির বিষয়ে জানতে চাইলে গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই ফারুক বলেন, “উল্লেখিত দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ থাকায় তাদের আটক করা হয়েছে।
স্থানীয় একাধিক সুত্র জানায়,শনিবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির পৃথক দুটি নতুন আহবায়ক কমিটি ঘোষণা দেয়া হয়।
এই কমিটি ঘোষনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের সমর্থকরা রাতেই বিক্ষোভ করেন।
রোববার দুপুরে আহবায়ক কমিটি সমর্থকরা আনন্দ মিছল নিয়ে কালিয়াকৈর বাইপাস রোডে পৌছায় অপরদিকে পদবঞ্চিতরা প্রতিবাদ মিছিল নিয়ে বাইপাস এলাকায় মুখোমুখি হলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
ঘটনার পর রাতে কালিয়াকৈর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে সাহেববাজার থেকে হেলাল উদ্দিন এবং হিজলতলী এলাকা থেকে পারভেজ আহমেদকে আটক করা হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গোয়েন্দা কার্যালয় থেকে ছাড়া পাওয়া হেলাল উদ্দিন কে দুপুরে ফোন দিলে তিনি বলেন এখনো বাইরে আছি।