শ্রীমঙ্গলে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষন কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান। প্রশিক্ষণে শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়নের ৫০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন।এরমধ্যে ৪০ জন কৃষক ও ১০ কৃষাণি অংশ নেন।