চট্টগ্রামের চন্দনাইশে ৩ মাস পর উপজেলা পশ্চিম ধোপাছড়ির ৪নং ওয়াডের আবদুল মালেকের ছেলে শহিদুল ইসলাম(৩২) হত্যার পলাতক আসামি মহিবুল্লাহ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে কক্সবাজার জেলার মহেশখালীর গোলাঘাট থেকে মহিবুল্লাহকে গ্রেফতার করা হয়। ঘাতক মহিবুল্লাহ গোলাঘাট এলাকার রহমতুল্লাহর ছেলে এবং দীর্ঘ সময় ধরে ধোপাছড়িতে এসে দিনমজুরি কাজ করে আসছে। সেই সুবাদে প্রায় কয়েক মাস আগে উভয়ের মধ্যে ঝগড়া হয়। গত রমজানের ৫ দিন আগে শহিদুল ইসলাম পাহাড়ে লেবু বাগানে কাজ করতে গেলে সুযোগ পেয়ে
উক্ত মহিবুল্লাহ কুপিয়ে শহিদুল ইসলামকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় শহিদুলের পিতা বাদি
হয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে পুলিশ মহিবুল্লাহকে মহেশখালী থেকে গ্রেফতার করে হত্যা মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। চন্দনাইশ থানার ইনচার্জ নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।