পার্বতীপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে তরুনের মৃত্যু

এফএনএস (সোহেল সানী, পার্বতীপুর, দিনাজপুর) : : | প্রকাশ: ১৬ জুন, ২০২৫, ০৩:৫৪ পিএম
পার্বতীপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে তরুনের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে রেল জংশনে বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ট্রেনের নিচে কাটা পড়ে মো: সাগর (১৮) নামে তরুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে । আজ সোমবার (১৬ জুন) বেলা সাড়ে ১২টার দিকে রামসাগর এক্সপ্রেস (৫৯ আপ) পার্বতীপুর স্টেশনে ৩নং প্ল্যাটফর্মে প্রবেশকালে পানির পাইপলাইনের সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে।

সাগর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরামপুর এলাকার হাসানুর রহমানের ছেলে।

এ ব্যাপারে পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফখরুল ইসলাম জানান, সাগর গাইবান্ধা থেকে চিরিরবন্দর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। এঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। মরদেহ নিহত পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে