নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে
কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলোয়াত ও শহীদদের স¦রণে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।