রাজশাহীর বাঘায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমান উল্লাহ বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে নিজ বাড়ি আড়ানী মোমিনপুরে এই ঘটনাটি ঘটেছে। আমান উল্লাহ উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের পূর্বচকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও আড়ানী পৌরসভার মমিনপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
জানা গেছে, শিক্ষক আমান উল্লাহ নিজ বাড়িতে সোমবার সকাল ১০টার দিকে জানালা দিয়ে বিদ্যুতের সংযোগ করছিল। বিদ্যুতের তার ফুটা থাকায় জানালা কারেন্ট হয়ে যায়। এতে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিক্ষক আমান উল্লাহ’র মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন তার সহকর্মী রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক।
শিক্ষক আমান উল্লাহ’র পিতা আব্দুল খালেক ছেলের মৃত্যুতে ভেঙ্গে পড়েছে। এর সাথে ছেলের জন্য বারবার দোয়া কামনা করেন। বাঘা খানার ওসি আছাদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।