কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী বাছাইয়ে সভা

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১৬ জুন, ২০২৫, ০৪:০৩ পিএম
কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী বাছাইয়ে সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী বাছাই লক্ষ্যে  তৃণমূল দায়িত্বশীলদের সাথে পিরোজপুরের কাউখালী উপজেলা শাখার আয়োজনে, কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের হলরুমে  সোমবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহিয়া হাওলাদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান,বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মোঃ মনিরুল আহসান, কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদার, ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ বাদশাহ জমাদ্দার, নেছারাবাদ উপজেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম তালুকদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, ইসলামিক আন্দোলন বাংলাদেশ কাউখালী শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচএম হাফিজ উল্লাহ বিন আলী। অনুষ্ঠানে উপস্থিত  সকলে একমত পোষণ করেন যে গোপন ব্যালটের মাধ্যমে যোগ্য প্রার্থী যাচাই করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে