নাসিরনগরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : : | প্রকাশ: ১৬ জুন, ২০২৫, ০৪:২৮ পিএম
নাসিরনগরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি সংস্থার যৌথ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নাসিরনগর উপজেলা সদরের কলেজ ও হাসপাতাল মোড় এলাকায় এ অভিযান  চালান উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট শাহীনা নাছরীন। সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে এসব অবৈধ কাঁচা ঘরের স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনায় অংশ নেন সহকারি কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ারসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।  

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন জানান,দীর্ঘদিন ধরে স্থানীয় কলেজ ও হাসপাতাল মোড়ে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে রাস্তার পাশে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করে আসছিলেন লোকজন। এতে সব সময়ই যানজট লেগে থাকে তাই এ পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন উচ্ছেদের আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল।কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা  সরিয়ে না নেওয়ায় আজ অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে সরকারি জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এছাড়াও এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কলেজ মোড় সিএনজি ষ্ট্যান্ডে অভিযান চালান এবং কয়েক জন চালককে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে