মহান বিজয় দিবস উপলক্ষে কাপাসিয়া প্রেসক্লাবে আলোকচিত্র প্রদর্শনী

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৩ এএম
মহান বিজয় দিবস উপলক্ষে কাপাসিয়া প্রেসক্লাবে আলোকচিত্র প্রদর্শনী

বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাব ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সোমবার দিনব্যাপী ‘রক্তের সিঁড়ি বেয়ে মুক্তি’ শিরোনামে এক আলোকচিত্র প্রদর্শন করে। উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজয় মেলায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম।

জানা যায়, শত শত বছরের বাঙালি জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদানের ইতিহাসকে স্মরণীয় করে রাখতে ১৭৫৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ২শত ৬৭ বছরের ঐতিহাসিক ঘটনা ও ব্যক্তিদের ছবি এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। তিনটি গ্যালারীর প্রথম গ্যালারীতে ১৭৫৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত স্বাধীনতাকামী বীর বাঙালি সন্তানদের অবদান ও ঘটনাস্থলের চিত্র তুলে ধরা হয়। দ্বিতীয় গ্যালারীতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বিচিত্রক্ষেত্রে স্মরণীয় অবদানের সচিত্র বিবরণ তুলে ধরা হয়। তৃতীয় গ্যালারীতে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার আমলে মুক্তিকামী বাঙালির উপর জুলুম নির্যাতনের সচিত্র বিবরণ তুলে ধরা হয়। এখানে প্রথম ধাপে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগ পর্যন্ত জুলুম নির্যাতনের চিত্র এবং দ্বিতীয় ধাপে ২০২৪ সালের ছাত্র জনতার স্মরণকালের ভয়াবহ লড়াই সংগ্রাম ও বিজয় উল্লাসের চিত্র তুলে ধরা হয়। 

দিনব্যাপী অনুষ্ঠিত এ আলোকচিত্র কাপাসিয়ার বিজয় মেলায় আগত সর্বস্তরের মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ শিকদার, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, বীরমুক্তিযোদ্ধা শামসুদ্দিন খান, বীরমুক্তিযোদ্ধা এম.এ গণি, জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য ও গাজীপুর জেলার নায়েবে আমীর মাওলানা মো. শেফাউল হক, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, উপজেলা প্রকৌশলী মো. মাঈনউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামের সভাপতি মো. ফরহাদ হোসেন মোল্লা প্রমূখসহ বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ ব্যতিক্রমী এ প্রদর্শনীর ছবিগুলো দেখে এবং বস্তুনিষ্ঠ বিবরণগুলো পড়ে ব্যাপক প্রশংসা করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে