নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে,ধর্মীয় অনুভূতিতে আঘাতহানা,মাদক মামলার পলাতক আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রায়হান মো: হাফিজ জানান,ধর্মীয় অনুভূতিতে আঘাতহানার ঘটনায় উপজেলার কাটরাসিন গ্রামবাসী রাজু আহম্মেদ নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে। রাজু ওই গ্রামের আফজাল প্রামানিকের ছেলে। এছাড়া ওই রাতে উপজেলার পশ্চিমবালুভরা গ্রামের আবু বক্কর সিদ্দিক কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল। এছাড়া আদালতের পরোয়ানা অনুযায়ী চকমুনু গ্রামের জিয়াদুল শেখের স্ত্রী নুরজাহান বিবিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।