রাজশাহীর শিরোইল ঢাকা বাস টার্মিনাল এলাকায় রাস্তার ওপর ভ্যান রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সোমবার (১৬ জুন) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে পুলিশ ও সিটি পেট্রোলিং সিআরটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর পঞ্চবটি এলাকার যুবদল নেতা মো. সজল আলী তার ডেলিভারি ভ্যান রাস্তার পাশে রেখে একটি দোকানে মালামাল দিচ্ছিলেন। এ সময় এক অটোচালকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সজল ওই অটোচালককে থাপ্পড় মারেন। ঘটনা দেখে পাশেই থাকা আম ব্যবসায়ী মো. রনি (৩২) প্রতিবাদ জানালে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। মুহূর্তেই বিষয়টি রূপ নেয় সংঘর্ষে। সজলের সঙ্গে থাকা রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত, সাবেক মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদকসহ প্রায় ৪০-৪৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে জড়ো হন। অপরদিকে, রনি নেতৃত্বে ২৫-৩০ জন ব্যক্তি পাল্টা অবস্থান নেন। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে পুরো টার্মিনাল এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার পুলিশসহ এবং সিটি পেট্রোলিং সিআরটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অবস্থা স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।