এইচএসসি পরীক্ষায় বাড়তি সতর্কতা: কেন্দ্রে বাধ্যতামূলক মাস্ক ও স্যানিটাইজার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ জুন, ২০২৫, ০৬:৩০ পিএম
এইচএসসি পরীক্ষায় বাড়তি সতর্কতা: কেন্দ্রে বাধ্যতামূলক মাস্ক ও স্যানিটাইজার

দেশে করোনা ভাইরাস ও ডেঙ্গুর প্রকোপ ফের বাড়তে শুরু করেছে। এমন প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় বাড়তি সতর্কতা গ্রহণের নির্দেশ দিয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে একাধিক বাধ্যতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত একটি জরুরি নির্দেশনা অনুযায়ী, সোমবার (১৬ জুন) এই সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনাটি দেশের সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এইচএসসি পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

ডেঙ্গুর বিস্তার রোধে প্রতিটি কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়েছে। পরীক্ষা শুরুর আগে মশা নিধনের ওষুধ স্প্রে করতে হবে এবং এজন্য স্থানীয় প্রশাসনের সহায়তা নিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে:

১. পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক।

২. কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

৩. ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রের ভেতর ও আশপাশে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

৪. পরীক্ষা শুরুর আগে মশকনিধন ওষুধ স্প্রে করতে হবে।

৫. পরীক্ষা কক্ষে আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী করতে হবে।

৬. প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখতে হবে।

৭. সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।

৮. অভিভাবকদের কেন্দ্রে জটলা এড়াতে জনসচেতনতা বাড়াতে হবে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রচার চালাতে হবে।

শিক্ষক, শিক্ষার্থী ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে নির্দেশনায়।

বোর্ড ঘোষিত সূচি অনুযায়ী, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে বুধবার (২৬ জুন) এবং চলবে শনিবার (১০ আগস্ট) পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে রবিবার (১১ আগস্ট) থেকে বুধবার (২১ আগস্ট) এর মধ্যে।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের শুরুর দিকে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর একাধিক ধাপে সংক্রমণ বেড়ে গিয়েছিল। তখন সরকার বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল। সংক্রমণ কমে আসায় তা ধীরে ধীরে শিথিল করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে আবার কিছু এলাকায় করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে নতুন করে সতর্কতা ও প্রস্তুতির কথা বলা হচ্ছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW