তালা উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্যদের মান পর্যালোচনা সভায় উপজেলা নায়েবে আমীরের পদ এবং এসিস্ট্যান্ট সেক্রেটারির আরও একটি পদসৃষ্টি করে মনোনয়ন দেয়া হয়েছে। ১৪ জুন শনিবার বিকাল চারটায় পাটকেলঘাটা আল-আমীন ট্রাস্ট মিলায়তনে এই পর্যালোচনা সভায় মনোনয়ন ও শফত অনুষ্ঠিত হয়। তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বের ও সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, নায়েবে আমীর ডাক্তার মাহমুদুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, মাওলানা ওসমান গনি, জেলা ইউনিট সদস্য ডা:আফতাব উদ্দিন, ঢাকার বাদশা ফয়সাল ইনস্টিটিউট এর সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
মান পর্যালোচনা শেষে জেলা ও উপজেলার পরামর্শে কেন্দ্রীয় আমিরের অনুমতিক্রমে তালা উপজেলায় নায়েবে আমিরের নুত পদ সৃষ্টি করে মাস্টার আব্দুল মালেক কে মনোনীত করা হয়। এছাড়া তৃতীয় আরো একটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদ সৃষ্টি করে মাওলানা কবিরুল ইসলামকে মনোনীত করা হয়েছে। নায়েবে আমিরকে শপথ পড়ান তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ।