বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, ‘শেখ হাসিনাসহ সকল ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতেই হবে।’ তিনি দাবি করেন, ‘এই বিচার শুরু হয়ে গেছে এবং খুব শিগগিরই তার পরিণতি দেশবাসী প্রত্যক্ষ করবে।
সোমবার দুপুর ১২টায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মধ্যপাড়া গ্রামে ‘জুলাই আন্দোলনে’ নিহত ছাত্রনেতা মোস্তফা জামান সমুদ্র কালের পরিবারের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন মীর সরফত আলী সপু ।
এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, আহ্বায়ক সদস্য জসিম মোল্লা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আলমগীর আলম, ড. মোশারফ, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা, শ্রীনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোল্লা ও সাধারণ সম্পাদক শফিক প্রমুুখ।
প্রসঙ্গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ১৯ জুলাই ঢাকার রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সিরাজদীখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মনিরুজ্জামান তাজল কালের পুত্র, রাজধানী আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোস্তফা জামান সমুদ্র কাল (১৭)।