সারিয়াকান্দি উপজেলা উন্নয়ন সমিতির ব্যানারে উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের দাবিতে সোমবার সকাল ১১ টায় মানবন্ধন করা হয়েছে। স্থানিয় পাবলিক লাইব্রেরীর সামনে অনুষ্ঠিত এ মানব বন্ধনে বক্তারা বলেন, অবিলম্ভে সারিয়াকান্দি-জামালপুর মাদারগঞ্জ নৌ বন্দর, সার কারখানা, দ্বিতীয় যমুনা সেতু নির্মান ও পর্যটন শহর হিসাবে ঘোষনা করা সহ বিভিন্ন দাবিতে এই মানবন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক মোঃ শেখ সাদী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লাল মাহমুদ, বনিক সমিতির সহ সভাপতি পলাশ মন্ডল, কৃষিবিদ মাহবুবুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ বক্তব্য রাখেন। মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।