নড়াইলের নড়াগাতী থানার জয়নগর এলাকায় বালুবাহী ট্রলি চাপায় মোটরসাইকেল আরোহী আজিজুর রহমান (৩৫) নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর পানিপাড়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে। নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান বলেন, ট্রলিটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।