পুঠিয়ায় একই জমির মালিক দুইজন দাবি করায় বিরোধ

এফএনএস (কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী) : | প্রকাশ: ১৬ জুন, ২০২৫, ০৭:৩৫ পিএম
পুঠিয়ায় একই জমির মালিক দুইজন দাবি করায় বিরোধ

পুঠিয়ায় একটি জমি দুইজন মালিক দাবি করা নিয়ে দুই পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব মারামাড়ি হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নাপিতপাড়া গ্রামে সাবেক এক সেনা সদস্য দুলাল হোসেন ও কাবিল পরিবার এবং রোহাব আলীর পরিবারের মাঝে জমি মালিক দাবি করা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ঘটনা ঘটেছে। মারামারি ঘটনায় হাসিনা কোম ও কাবিল হোসেন নামের দুইজনকে সেনা পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, একটি জমি দুইজন একই বিক্রেতা নিকট হতে কিনেছেন। এই নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মাঝে বিরোধ হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এছাড়া ইতোপূর্বে একাধিকবার থানায় দুই পক্ষ অভিযোগ দিয়েছেন। গ্রামবাসীরা বলছেন, যে ব্যক্তি প্রথমে জমি কিনেছে সেই হবে জমির মূল মালিক। আর যে পরে জমি কিনেছেন সেই ব্যক্তি প্রতারিত হয়েছে।

এ ব্যাপার পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন বলেন, ভালুকগাছি লাপিত পাড়া এলাকায় জমি-জমা বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে শুক্রবার দুপুরে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব হয়। এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে