সাতক্ষীরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : : | প্রকাশ: ১৬ জুন, ২০২৫, ০৭:৪১ পিএম
সাতক্ষীরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার তালায় বজ্রপাতে ললিত মন্ডল (৫০) নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের কাঠবুনিয়াগ্রামে ওই বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী ললিত মন্ডল কাঠবুনিয়া গ্রামের বাঞ্ছারাম মন্ডলের ছেলে।

কাঠবুনিয়া গ্রামের বাসিন্দা উজ্জল মন্ডল জানান, ললিত মন্ডল কাঠবুনিয়া গ্রামে নিজ ঘেরে মাছ ধরার সরঞ্জাম তৈরি করছিলেন। হঠাৎ বজ্রাপাতের ফলে তিনি গুরুতর আহত হন। ঐ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে