কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের শাহপুর-রসুলপুর বাউল গানকে কেন্দ্র করে শনিবার দিবাগত রাতে দুই গ্রাম বাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে অন্তত ২০ জন। এ ঘটনায় রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত শাহপুর ও রসুলপুর গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধলে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। পরে এ দুই গ্রাম সেনাবাহিনী ও পুলিশের ভয়ে পুরুষ শূন্য হয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ার হোসেন (২০), মোঃ নজরুল ইসলাম (৫৩), মোঃ নিজমুল হোসেন (২৫) কে আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছে। এ ব্যাপারে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও রসুলপুর গ্রামের অধিবাসী হাজী মাসুদ মিয়া বাদী হয়ে নিকলী থানায় মামলা দায়ের করেন। নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন যায় যায় দিন কে বলেন, এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। একইভাবে থানায় মামলা রুজু হয়েছে। বর্তমানে দুটি গ্রামে আইন শৃঙ্খলা বাহিনী সংঘর্ষ এড়ানোর জন্য এলাকায় অবস্থান করছেন। জানা যায়, আগামী মঙ্গলবার এ ঘটনা নিয়ে মিমাংসা হওয়ার কথা রয়েছে বলে এলাকার মধ্যে গুঞ্জন উঠেছে।