ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : | প্রকাশ: ১৬ জুন, ২০২৫, ০৭:৫৬ পিএম
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

পাবনার ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের বৃদ্ধমরিচ গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  ৭ টি পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার। প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা, ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল,  ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১ কেজি চিনি  ও মসলা বিতরণ করা হয়। 

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস হাসান, খানমরিচ ইউপি চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন খান, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ফারুক ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে