দ্বিতীয় দফার সংলাপে শুরু হয়েছে সংবিধান, সংসদ ও বিচারপতি নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ১২:৩৬ পিএম
দ্বিতীয় দফার সংলাপে শুরু হয়েছে সংবিধান, সংসদ ও বিচারপতি নিয়ে আলোচনা

জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দুপুর পৌনে ১২টায় এ আলোচনার সূচনা হয়। চলমান এই আলোচনা চলবে আরও দুই দিন—বুধবার (১৮ জুন) এবং বৃহস্পতিবার (১৯ জুন)।

কমিশনের পূর্বঘোষণা অনুযায়ী, এ দফায় তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে রয়েছে:

১। প্রথম দফায় অসমাপ্ত থাকা আলোচনার বিষয়—সংবিধানের ৭০ অনুচ্ছেদ, রাজনৈতিক দলের স্থায়ী কমিটির সভাপতির মনোনয়ন পদ্ধতি এবং নারীদের প্রতিনিধিত্ব।

২। দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ চালু করা—যেখানে থাকবে নিম্নকক্ষ ও উচ্চকক্ষ।

৩। প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় পরিবর্তন ও স্বচ্ছতা নিশ্চিত করা।

আলোচনা শেষে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফ করবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও তাদের অবস্থান তুলে ধরবেন।

এ আলোচনা প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এর আগে প্রথম ধাপের আলোচনা শেষে একাধিক বিষয়ের ওপর আংশিক মতৈক্য গড়ে উঠেছিল। এবার তিনটি বিশেষ ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য নিরসনের চেষ্টা চলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে