দিঘলিয়ায় জুয়া খেলার সামগ্রী নগদ টাকাসহ গ্রেফতার ৪

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : : | প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ১২:৫৮ পিএম
দিঘলিয়ায় জুয়া খেলার সামগ্রী নগদ টাকাসহ গ্রেফতার ৪

দিঘলিয়া থানা পুলিশের একটা চৌকস আভিযানিক টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া সদর ইউনিয়নের পানিগাতী গ্রামে এক অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে। 

দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার (১৫ জুন) সন্ধ্যা পৌণে ৭ টার দিকে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের দিক নির্দেশনায় দিঘলিয়া থানার এসআই তারেক আহমেদের নেতৃত্বে এসআই নারায়ন দাশ, এসআই লিটন কুমার মন্ডল, এএসআই জাহিদুর রহমান, এএসআই সাইফুদ্দিন, এএসআই সবুজ হাওলাদার, কনস্টেবল আবুল হাসান ও সুমন হোসেন মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী গ্রামে জনৈক আবুল বাশার খানের পরিত্যক্ত আধাপাকা দোকান ঘরে অভিযান পরিচালনা করে। পুলিশ এ সময় জুয়া খেলার সামগ্রী ১ সেট তাস ও নগদ ৩০৪০ টাকাসহ ৪ জুয়াড়িকে আটক করে। আটককৃত জুয়াড়ি হলো (১) পানিগাতী পশ্চিমপাড়া নিবাসী কালাম খানের পুত্র জাহিদ খান(২৪), (২) পানিগাতী মধ্যপাড়া নিবাসী মৃত সিরাজ শেখের পুত্র মোঃ তারেক বিল্লাহ (২১), (৩) একই এলাকার মোঃ সেলিম শেখের পুত্র মোঃ সজিব শেখ (২৪) ও (৪) পানিগাতী পশ্চিম পাড়া নিবাসী মোঃ সুরত খানের পুত্র মোঃ জাহিদুল খান(২২)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দিঘলিয়া থানায় জুয়া আইনে মামলা হয়েছে। মামলা নং ৬ তারিখ ১৫/০৬/২০২৫। ধারা জুয়া আইন ১৮৬৭ এর ৩/৪। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান গ্রেফতারকৃত জুয়াড়িদের গতকাল সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দিঘলিয়া থানার বিভিন্ন গ্রামে মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে