কালীগঞ্জে ১৬ পিচ ককটেলসহ আটক ১

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ০১:৩৩ পিএম
কালীগঞ্জে ১৬ পিচ ককটেলসহ আটক ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রাম থেকে ১৬ পিচ ককটেলসহ রাজ্জাক মোল্লা নামের এক জনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার রাতে ৩ টার দিকে তার নিজ বাড়ি থেকে ককটেলসহ তাকে আটক করা হয়। আটককৃত রাজ্জাক মোল্লা ওই গ্রামের আবসার আলী মোল্লার ছেলে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাতে জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। সে সময় রাজ্জাক মোল্লার বাড়ি থেকে ১৬ টি ককটেল ও ককটেল তৈরীর উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে