সরকারি চাকরি সংশোধনী বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিন সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ০২:১১ পিএম
সরকারি চাকরি সংশোধনী বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিন সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনের এলাকা বাদামতলায় তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর মিছিল করে যান মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে, যেখানে সমাবেশে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

এই কর্মসূচির নেতৃত্ব দেয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। সমাবেশে উপস্থিত ছিলেন ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর ও মো. নুরুল ইসলাম, কো-মহাসচিব মো. নজরুল ইসলামসহ অন্যান্য নেতা। কর্মসূচি শেষে কর্মচারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদের দপ্তরের উদ্দেশে স্মারকলিপি দিতে রওনা হন।

কর্মচারীদের দাবি, ২৫ মে ঘোষিত ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ আইনি বৈধতা না থাকায় এটি অবিলম্বে বাতিল করতে হবে। ওই অধ্যাদেশে চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করার বিধান রাখা হয়েছে। কর্মচারীদের মতে, এই বিধান অযৌক্তিক ও দমনমূলক।

এ বিষয়ে কর্মচারী নেতা নজরুল ইসলাম বলেন, “আইন উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটি অধ্যাদেশটি সংশোধনের সুপারিশ করবে বলে শোনা যাচ্ছে। তবে আমরা সেটি মানি না।”

অন্য এক নেতা মুজাহিদুল ইসলাম সেলিম হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা আঙুল এখনো সোজা রেখেছি, বাঁকা করলে খবর আছে।”

এর আগের দিন, সোমবার (১৬ জুন) ঈদের ছুটি শেষে অফিস খোলার দিনও সচিবালয়ের ভেতরে বিক্ষোভ ও সমাবেশ করে আন্দোলনকারী কর্মচারীরা। তখনও তারা অধ্যাদেশ বাতিলের দাবিতে মিছিল ও কর্মবিরতির মতো কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, এই বিতর্কিত অধ্যাদেশ দ্রুত প্রত্যাহার করে স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করা হোক।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে