খামেনির ঘনিষ্ঠ শীর্ষ সামরিক উপদেষ্টা সাদমানিকে হত্যার দাবি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ০৪:০৫ পিএম
খামেনির ঘনিষ্ঠ শীর্ষ সামরিক উপদেষ্টা সাদমানিকে হত্যার দাবি ইসরাইলের

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান পাল্টাপাল্টি হামলার পঞ্চম দিনে এসে এবার ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এক শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরাইল। নিহত কমান্ডার আলী সাদমানিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক উপদেষ্টাদের একজন হিসেবে বর্ণনা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) আল জাজিরা ও এএফপির খবরে জানানো হয়, ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে, রাতের বেলায় তেহরানের কেন্দ্রস্থলে একটি ‘স্টাফড কমান্ড সেন্টারে’ বিমান হামলা চালিয়ে আলী সাদমানিকে হত্যা করা হয়েছে। ওই বিবৃতিতে সাদমানিকে “যুদ্ধকালীন চিফ অব স্টাফ”, “সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার” এবং “খামেনির ঘনিষ্ঠজন” হিসেবে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ইরানের সরকার কিংবা আইআরজিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সদ্য নিহত আলী সাদমানি দায়িত্ব পেয়েছিলেন মাত্র কয়েকদিন আগেই। এর আগে শুক্রবার (১৩ জুন) ইসরাইল খাতাম আল–আনবিয়া নির্মাণ ও প্রকৌশল দপ্তরের তৎকালীন প্রধান গোলাম আলি রশিদকে হত্যা করে। এরপরই আলী সাদমানিকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়।

খাতাম আল–আনবিয়া দপ্তরটি মূলত আইআরজিসির অবকাঠামো, প্রকৌশল এবং সামরিক নির্মাণ কার্যক্রম তদারকি করে। এই দপ্তরের প্রধান পদটি দীর্ঘদিন ধরে আইআরজিসির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকদের জন্য সংরক্ষিত ছিল।

গত শুক্রবার থেকে ইসরাইল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এতে এরই মধ্যে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। পাল্টা জবাবে ইরানও ইসরাইলের বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

এই অবস্থায় আলী সাদমানির মতো একজন শীর্ষস্থানীয় ব্যক্তিকে হত্যার দাবি সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ইসরাইলের দাবি সত্ত্বেও সাদমানির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।