কাপাসিয়া জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা ও দোয়া

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৫:১৫ এএম
কাপাসিয়া জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা ও দোয়া

গাজীপুরের কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা তোফাজ্জল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও সূরা সদস্য সালাউদ্দিন আইয়ুবী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, সহকারী সেক্রেটারি আবুল ফাত্তাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য ইমতিয়াজ হোসেন বকুল প্রমুখ। 

এর আগে জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলা সদরের প্রধান সড়কে এক বিজয় মিছিল করেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে