২৫৭ কোটি টাকা আত্মসাৎ: ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ০৪:২৩ পিএম
২৫৭ কোটি টাকা আত্মসাৎ: ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশের শেয়ারবাজারে বড় ধরনের প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ক্রিকেট অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত তথ্য দেন। তিনি জানান, অভিযুক্তরা পরিকল্পিতভাবে শেয়ারবাজারে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করেন এবং এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাকিবসহ অভিযুক্তরা যৌথভাবে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করেছেন এবং তাদের বিরুদ্ধে ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

দুদকের ভাষ্য অনুযায়ী, শেয়ার কারসাজিতে জড়িত এই চক্রটি সংঘবদ্ধভাবে নির্দিষ্ট কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয়ের মাধ্যমে বাজারে মিথ্যা চাহিদা তৈরি করে এবং মূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে।

সাকিব আল হাসান এক সময় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং দুর্নীতি দমন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। অথচ এখন একই প্রতিষ্ঠান দুদকের করা মামলারই আসামি তিনি। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে বিএসইসি সাকিবকে শেয়ার কারসাজির অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানা করে।

এই মামলায় সাকিব ছাড়াও আরও যারা আসামি হয়েছেন তারা হলেন:

১. সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের ওরফে হিরু

২. কাজী সাদিয়া হাসান

৩. আবুল কালাম মাদবর

৪. কনিকা আফরোজ

৫. মোহাম্মদ বাশার

৬. সাজেদ মাদবর

৭. আলেয়া বেগম

৮. কাজি ফুয়াদ হাসান

৯. কাজী ফরিদ হাসান

১০. শিরিন আক্তার

১১. জাভেদ এ মতিন

১২. মো. জাহেদ কামাল

১৩. মো. হুমায়ুন কবির

১৪. তানভির নিজাম

এর পাশাপাশি সোমবার (১৬ জুন) আদালতের আদেশে সাকিবসহ মামলার অন্য আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই নিষেধাজ্ঞা জারি করেন বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

এটি বাংলাদেশের শেয়ারবাজারে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত প্রতারণামূলক ঘটনা হিসেবে নজর কেড়েছে। বিশেষ করে এমন একজন তারকা ক্রিকেটার, যিনি এর আগে দুর্নীতিবিরোধী প্রচারণার অংশ ছিলেন, তার বিরুদ্ধে এমন অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে