৪৫টির গরুর ওজনে কম ও রোগাক্রান্তবলে বাতিল করলেন ইউএনও

আগৈলঝাড়ায় জেলেদের মাঝে গরু বিতরন

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ০৪:২৯ পিএম
আগৈলঝাড়ায় জেলেদের মাঝে গরু বিতরন

২০২৪ অর্থ বছরে “দেশীয় প্রজাতীর মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে গরু বিতরন। বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা মৎস অধিদপ্তরের বাস্তবায়নে ১৭ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা চত্তরে আগৈলঝাড়া উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ফারিহা তানজিন উপজেলার নিবন্ধিত জেলেদের মাঝে গরু বিতরন করেছেন। সিমেন্স এলাইস লিমেটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ওই গরু সরবরাহ করে থাকে। এসময় ৪৫টির গরুর ওজনে কম ও রোগাক্রান্তবলে বাতিল করলেন ইউএনও।

উপজেলা নিবার্হী অফিসার ফারিহা তানজিন গরু বিতরন কালে বলেন, আগৈলঝাড়া উপজেলার ৮৫ জন জেলেকে গরু দেবার জন্য তালিকা করা হয়েছে। ঠিকাদার যে গরু এনেছে তার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারদারা পরিক্ষা নিরিক্ষা ও ওজন করে সরকারি বিধিমোতাবেক ৪০টি গরু বাছাই করা হয়েছে এবং ৪৫টি গরু ওজনে কম, ছোট, রোগাক্রান্তবলে বাতিল করা হয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তার যে ৪০টি গরু বাছাই করে ওই ৪০টি গরু জেলেদর মাঝে বিতরন করা হবে। বাকি ৪৫টি গরু ঠিকাদার সরকারে চাহিদামতো ভালো গরু সরবারহ করার পরে পরবর্তিতে দেওয়া হবে। যাদের নাম তালিকায় রয়েছে তাদের সকলকে দেয়া হবে, কেউ বাদ পরবেনা।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ সরকার পিএএ বলেন, জেলেদের মাঝে যে গরু বিতরান করা হয়েছে তা সুস্থসবল। ওই গরুর কোন সমস্য হলে প্রাণিসম্পদ অফিসে জানালে আমরা চিকিৎসা ও ঔষধ বিনামূল্যে দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মানিক মল্লিক, উপজেলা কৃষি অফিসার পিযূষ রায় সহ অনেকে।

জেলে মনিরুজ্জামান ফকির, তোফাজ্জেল হোসেন বলেন, আমরা আমাদের পেষায় এখন আর ভালো নাই। সরকার আমাদের যে গরু দিয়েছে এইগরু পালন করে আমরা ভালো থাকবো ও উন্নতি করতে পারবো।

সিমেন্স এলাইস লিমেটেড ঠিকাদারি প্রতিষ্ঠান মালিক ধীরেন্দ্র নাথ বলে, আমরা দেশের বিভিন্ন স্থান থেকে গরু সংগ্রহ করেছি। সকল গরু এইক এরম পাওয়া যায়না। একটু ছোট-বড় থাকে। আমরা অনেক গরু চাহিদার চেয়ে বড়দিয়েছি। আমরা ৮৫টি গরু এনেছি। আগৈলঝাড়া ইউএনও স্যার ৪৫টি গরু বাতিল করে দিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে