পাঁচবিবিতে আদিবসী যুবকের বিষপানে আত্মহত্যা

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) : | প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ০৬:২১ পিএম
পাঁচবিবিতে আদিবসী যুবকের বিষপানে আত্মহত্যা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রুপাপুর গ্রামের বিজয় তিগ্যার ছেলে বৈদ্যনাথ তিগ্যা(৪৪) নামের এক আদিবাসী যুবক বিষ পানে আত্মহত্যা করেছে। আজ ১৭ জুন মঙ্গলবার দুপুরে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বৈদ্যনাথের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানায়, গতকাল ১৬ জুন সোমবার বিকেলে বৈদ্যনাথ নিজ জমিতে কীটনাশক প্রয়োগের কথা বলে রতনপুর বাজারের কীটনাশকের দোকান থেকে কীটনাশক ক্রয় করেন। পরে  বাজারে নির্জন স্থানে গিয়ে সেই কীটনাশক পান করেন তিনি। পরবর্তীতে অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার পথে মানা যান।

আপনার জেলার সংবাদ পড়তে