জেনারেল ম্যানেজার বরাবর

নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহের দাবিতে আবেদন

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ০৬:৩৯ পিএম
নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহের দাবিতে আবেদন

নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহ, লোড শেডিং বন্ধ, ভুতুড়ে বিল,সঠিক তদারকি ও ন্যায্য বণ্টন নিশ্চিতের দাবিতে গোপালপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ জেনারেল ম্যানেজার বরাবর আবেদন করেছে। মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার ০২ নং গোপালপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে এই আবেদন করেছে ।

আবেদনে তারা উল্লেখ করেন গোপালপুর ইউনিয়ন বেগমগঞ্জ উপজেলার মধ্যে প্রবাসী অধ্যুষিত এবং ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন।

অথচ অতীব দু:খের সাথে পরিলক্ষিত হচ্ছে, যে বিগত কিছুদিন যাবত আমাদের ইউনিয়নে লোড শেডিং প্রকট হওয়ার কারণে আসন্ন এইচএসসি/আলিম সম মানের পরীক্ষার্থী সহ শিক্ষার্থীদের পড়াশোনায় বেশ ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। পাশাপাশি তীব্র তাপদাহের ফলে শিশু, অসুস্থ রোগী ও বয়োবৃদ্ধরা বেশ কষ্ট পাচ্ছে। সামান্য বৃষ্টিতে টানা বিদ্যুৎ না থাকার ফলে প্রবাসীরা উৎকন্ঠায় দিনাতিপাত করেন।

অনুন্নত মিটার সংযোগের ফলে ভুতুড়ে বিলের হার অস্বাভাবিক হারে বেড়েছে।

তাই গোপালপুর ইউনিয়নের বিদ্যুৎ বিভ্রাট নিরসনের পাশাপাশি ভুতুড়ে বিলের বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, সমিতি বোর্ডের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার শাহ-আলম, পুলিশের এস আই আরিফ, এস আই শহিদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, গোপালপুর ফাউন্ডেশননের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ নুর নবী, অবসরপ্রাপ্ত পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নুর উদ্দিন সাইফুল্লাহ সেলিম, ডেন্টিস্ট মাহবুবুর রহমান,  ব্যবসায়ী আবদুল্যা আল বাসার, মনিরুল ইসলাম সবুজ, জাকির হোসেন,সাইফুল ইসলাম,   হারুন অর রশিদ, কাজী রাজন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে