চট্টগ্রামে এক তরুণী মোবাইল ও জুতা রেখে নদীতে ঝাঁপ

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : | প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ০৬:৪৪ পিএম
চট্টগ্রামে এক তরুণী মোবাইল ও জুতা রেখে নদীতে ঝাঁপ

চট্টগ্রামের কালুরঘাট সেতু থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিলেন এক তরুণী। তাৎক্ষনিক ওই তরুণীর পরিচয় পাওয়া না গেলেও অবশেষে মিলেছে তাঁর পরিচয়। তাঁর নাম সাদিয়া (১৮)।তিনি চট্টগ্রামের দক্ষিণ বুড়িশ্চর এলাকার ৮ নং ওয়ার্ড মুন্সি বাড়িতে বসবাস করে আসছেন। তার বাবার নাম মো.আলমগীর।

তিনি সোমবার রাত ১০ টায় সেতুর মাঝখান থেকে নদীতে লাফ দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এসময় তিনি সেতুর উপর মোবাইল ও জুতা রেখে দেন। পরে নৌকার মাঝি ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়রা জানান, মেয়েটি কিছুক্ষণ ধরে সেতুর ওপর দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই তিনি নিচে ঝাঁপ দেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই  ঘটনাটি ঘটে যায়।

স্থানীয় অনেকেই বলছেন, বর্তমান সময়ে তরুণ-তরুণীরা নানা মানসিক চাপে ভুগছেন। যেমন চাকরি, পড়াশোনা, পরিবারিক দ্বন্দ্ব কিংবা সম্পর্কের টানাপড়েন। কিন্তু তাদের এই বিষণ্ণতা বা হতাশার ভাষা কেউ বোঝে না, মনোযোগ দেয় না। ফলাফল হয় এমন ভয়াবহ পরিণতি। তাই তরুণীদের মানষিক চাপ থেকে দূরে রাখা উচিত।

আপনার জেলার সংবাদ পড়তে