দিনাজপুরের ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্প এলাকায় আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টায় মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইবন্ধুর মৃত্যু হয়েছে।
নিহত দুই বন্ধু হলেন, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩২) ও একই উপজেলার জয়রামপুর মহারাজগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মোতালেব (৩৩)। পেশায় দুইবন্ধু রাইড শেয়ার করেন এবং যখন যা কাজ পান তাই করে জীবিকা নির্বাহ করতেন।
দুর্ঘটনার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উদ্ধার কাজে থাকা ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী থেকে মিনি ট্রাক (ঢাকা-মেট্রো-ন-১৬২৬) দিনাজপুর যাওয়ার সময় সকাল সাড়ে ৬ টার দিকে ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্প এলাকার মসজিদ সংলগ্ন সড়কে দিনাজপুরের কাহারোল থেকে আসা মোটরসাইকেলের (ঠাকুরগাঁও-ল-৪২৯২) মুখোমুখ সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রাখেন ।
জানা যায়, সাজু ইসলাম (৩২) ও আব্দুল মোতালেব (৩৩) দুই বন্ধু। কাহারোল থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়ে দুইজনই মারা গেছেন। তারা রাইড শেয়ারসহ যখন যে কাজ পেতেন সেটাই করতেন। রাইড শেয়ারের জন্যই তারা দুইবন্ধু ঢাকায় যাচ্ছিলেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার একেএম মহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সড়ক আইনে মামলা করা হবে। নিহত দুইজনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।