মিললো অনিয়ম ও দুর্নীতির প্রমান

ভালুকা সরকারী হাসপাতালে দুদকের অভিযান

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ০৮:৩৩ পিএম
ভালুকা সরকারী হাসপাতালে দুদকের অভিযান

ভালুকা সরকারী হাসপাতালে দুদকের অভিযানে মিললো দুর্নীতি ও অনিয়মের অনেক প্রমান। সেবা খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং সরকারী হাসপাতালগুলোতে নানা অনিয়ম ও দুর্নীতি উৎখাত করতেই দুদকের এ অভিযান। ১৭ জুন সোমবার দুপুর ১২ টা থেকে শুরু করে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ জেলা দুদকের সহকারী পরিচালক রাজু আহাম্মেদ ও তার দল। 

দুদকের সহকারী পরিচালক রাজু আহাম্মেদ জানান, ভালুকা হাসপাতালে এসে রোগী সেজে আউট ডোর টিকিট কাটেন তিনি। ৫টাকার টিকিট কিনছেন ১০ টাকায়। বিসমিল্লাহ গলদ,পরে দুদকের পোষাক পড়ে হাসপাতালে অভিযান শুরু করেন। দুদক যেখানে অভিযান করছেন সেখাইে অনিয়ম ও দুর্নীতির সন্ধান পেয়েছেন। রোগীদের ব্যবহারের জন্য এ্যম্বুলেন্স নির্ধারিত ভাড়ার চেয়ে বেশী টাকা নেয়া,ঔষধ বিতরন না করে কাগজ পত্রে ঔষধ সরর্বরাহ দেখানো বিশুদ্ধ পানি,ওয়ার্ড পরিচ্ছন্নতা ল্যাবে পরিক্ষা নিরিক্ষার ক্ষেত্রে সরকারী ফ্রি চেয়ে বেশী নেয়া,ভর্তি রোগীর খাবার ভাল মানের না দেয়া সহ প্রত্যেকটা ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি পাওয়া গেছে। এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্দে আইগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক ইব্রাহিম খলিল ও শাহাদাত হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে