রামুতে আইনজীবিকে মারধর করে গরু লুট

এফএনএস (সোয়েব সাঈদ; রামু, কক্সবাজার) : : | প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ০১:০৭ পিএম
রামুতে আইনজীবিকে মারধর করে গরু লুট

কক্সবাজারের রামুতে আইনজীবিকে মারধর করে খামার বাড়ি থেকে দুটি গরু লুট করেছে সংঘবদ্ধ ডাকাত। মঙ্গলবার, ১৭ জুন দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্য মেরংলোয়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদলের হামলায় গুরুতর আহত খামার মালিক এডভোকেট ফখরুদ্দিন বাবুকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খামার মালিক এডভোকেট ফখরুদ্দিন বাবু জানান, ১০-১২ জনের মুখোশধারি সশস্ত্র ডাকাতদল খামারে প্রবেশ করে ২ কর্মচারিকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে তিনি সেখানে গেলে তাকে বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করে ডাকাতরা। পরে ডাকাতদল তাদের জিম্মি করে খামারে থাকা বিদেশী জাতের দুটি বড় গরু লুট করে নিয়ে যায়। লুটকৃত গরু দুটি মুল্য ৭ লাখ টাকা। রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানিয়েছেন- গরু লুটের বিষয়টি জেনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে