এক বাংলাদেশি কিশোরকে ফেরত দিলেন বিএসএফ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ০১:৩৮ পিএম
এক বাংলাদেশি কিশোরকে ফেরত দিলেন বিএসএফ

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকের পর দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে আল আমিন হোসেন (১৬) নামে এক বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টায় সীমান্তের ২৮৫ নং পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরকে ফেরত দেওয়া হয়। ফেরত আসা কিশোর আল আমিন হোসেন(১৬) হবিগঞ্জ জেলার সদর থানার কালিগাছতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। 

হিলিসিপি বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক বিষয়টি প্রেস রিলিজ এর মাধ্যমে নিশ্চিত করেছেন।

বিজিবি সুত্রে জানাগেছে, চলতি মাসের ১৫ই জুন সিলেটের জাফলং সীমান্ত দিয়ে  অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই কিশোর। এর পর গতকাল ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট হয়ে (ভারত হিলি) সীমান্ত দিয়ে আবারো বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এসময় সীমান্তের পিলার ২৮৫/৫ এস হতে আনুমানিক ২০ গজ ভারত অভ্যন্তরে দক্ষিণপাড়া হিলি নামক স্থান হতে তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা। 

পরে, রাত ৯ঃ৫৫ মিনিটের দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা আটককৃত বাংলাদেশী নাগরিকে  বিজিবির হাতে হস্তান্তর করেন।

আপনার জেলার সংবাদ পড়তে