সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ০১:৪০ পিএম
সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে নিহত হয়েছেন  মোটর সাইকেলে থাকা দুই আরোহী। ১৮ জুন উপজেলার কামারপুকুর ইউনিয়নের কলাবাগান আইয়ুব পেট্রোল পাম্পের সামনে ওই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কামারপুকুর ইউনিয়নের মুন্সিপাড়ার মাসুদ রানা ও কুজিপুকুর গ্রামের নুর ইসলাম। তারা উভয়ে ভাটা শ্রমিক। শ্যামলী গাড়িটিকে আটক করেছে স্থানীয়রা। গাড়ির নিচে মোটরসাইকেলটি দুমড়ে মুচরে আটকে আছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফইম উদ্দিন জানান লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে