পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে মাছ ধরার অপরাধে মো. সোহাগ শিকদার নামের এক জেলেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সোহাগ শিকদার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের মো. শাজাহান সিকদারের ছেলে।
মঙ্গলবার (১৭ জুন) এক অভিযানে তার কাছ থেকে অবৈধ জাল জব্দ করা হয়। ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মোহাম্মদ আলী মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযুক্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়।