চট্টগ্রামে থানা লুটের অস্ত্র মিললো ভ্যান চালকের কাছে

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : : | প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ০১:৪৫ পিএম
চট্টগ্রামে থানা লুটের অস্ত্র মিললো ভ্যান চালকের কাছে

এবার  চট্টগ্রামের কোতোয়ালী থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো এক ভ্যানচালকের কাছে। গত বছরের ৫ আগস্ট থানায় আগুন দেওয়া ও লুটপাটের সময় ছিলেন তিনি। বিদেশি পিস্তলের সঙ্গে তার কাছ থেকে দুটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ভ্যানচালকের নাম মো. রুবেল। তিনি মিরসরাই থানার মিঠাচর গ্রামের ঠাকুরদীঘি বাজার এলাকার মো. নুরুদ্দিনের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তিনি অস্ত্র লুটের কথা স্বীকার করেছেন। মঙ্গলবার সন্ধ্যায়  নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন।

মো. আলমগীর হোসেন সাংবাদিকদের আরো  জানান, সোমবার মধ্যরাতে আমরা তথ্য পাই যে, থানা হতে অস্ত্র লুটের সঙ্গে সম্পৃক্ত একজন লোক পতেঙ্গা এলাকায় আছে। সেখান থেকেই রুবেলকে আমরা গ্রেপ্তার করি। তাকে জিজ্ঞাসাবাদের পর কোতোয়ালীর মেরিন ড্রাইভ রোডের সামনে লট্ট্যাইয়াঘাটা এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্রটি পলিথিন দিয়ে মুড়িয়ে রেখেছিলেন রুবেল। তিনি আরও জানান, অস্ত্রে থাকা নম্বর মিলিয়ে আমরা নিশ্চিত হই যে, এটি গত বছরের ৫ আগস্ট কোতোয়ালী থানা থেকে লুট করা পিস্তল।

সেইসময় অস্ত্র লুটের ঘটনায় হওয়া মামলায় রুবেলকে আমরা গ্রেপ্তার দেখিয়েছি। রুবেলের কাছ থেকে দুই রাউন্ড গুলি এবং দুটি ম্যাগজিনও উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার অস্ত্রটি ব্যবহার করা হয়নি বলেও জানান ডিসি আলমগীর। গ্রেপ্তার রুবেলের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তার রাজনৈতিক পরিচয় এখনও পাওয়া যায়নি। সে অসৎ উদ্দেশ্যেই অস্ত্র লুট করেছিল। কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানা থেকে লুট করা অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত  রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে