চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন

এফএনএস (ফয়সাল মাহমুদ; চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ০১:৫১ পিএম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে নারীসহ ২০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোরে দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই তাদের বাংলাদেশ ঠেলে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক বলেন, ভোর পৌনে ৫ টার দিকে মাসুদপুর সীমান্তের ৪/৫-১এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে ওই ২০ জনকে পুশ ইন করা হয়। অত্যন্ত দূযোর্গপূর্ণ আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির মধ্যে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে বাংলাদেশ ভূখন্ড থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন মহিলা এবং অপ্রাপ্ত বয়সী ১০ জন রয়েছেন।

বিজিবি অধিনায়ক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন- তাদের বাড়ি কুড়িগ্রামে। তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই করা হচ্ছে। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হবে। পুশ ইনের ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে।

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পুশ ইনের তৃতীয় ঘটনা।  এর আগে ৩ জুন জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জন ও ২৭ মে ভোরে গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইন করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে