নাটোরের সিংড়ায় পাঁচজন শারিরীক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় নাটোর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্ত্বরে এই হুইল চেয়ার বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন।
প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, সমাজ সেবা কর্মকর্তা আবু দাউদ প্রমূখ।