জাতীয় আদিবাসী পরিষদ চাটমোহর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (১৭ জুন) চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা আহবায়ক কর্ণ মুরারীর সভাপতিত্বে ও সদস্য সচিব বিদ্যুৎ ভুঁইমালির সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিচিত্রিা তিরকি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান,পাবনা জেলা সভাপতি আশিক চন্দ্র বানিয়ার্স,সাধারণ সম্পাদক চন্ডি চন্দ্র বাগদী। আমন্ত্রিত অতিথি ছিলেন চাটমোহর পৌর বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান আরশেদ।
দিনব্যাপী সম্মেলনে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেষে সর্বসম্মতিক্রমে আনন্দ লোহারকে সভাপতি,কর্ণ মুরারীকে সহ-সভাপতি ও রতন সরদারকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। পরবর্তীতে বর্ধিত সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।