চিকিৎসকের অবহেলায়

নাঙ্গলকোটে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ০৬:০০ পিএম
নাঙ্গলকোটে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে সাপের কামড়ে ইরফান (১৪) নামে এক মাদ্রাসা  পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ইরফান উপজেলার মক্রবপুর ইউনিয়ন মাইরাগাঁও গ্রামের মুন্সি বাড়ির মোহাম্মদ আলমের বড় ছেলে।ইরফান ফেনী রশীদিয়া  মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।পরিবারের দাবি নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত  চিকিৎসকের অবহেলায় এবং  অ্যান্টিভেনম ভ্যাকসিন না দেয়ায় ইরফানের মৃত্যু হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার বিকেলে ইরফান ওই গ্রামের মধ্যম পাড়া দিয়ে হেঁটে যাচ্ছিল। সে জামাল হোসেন নামে এক মৎস্য খামারির পুকুরের পাশে চলার পথে হঠাৎ পানিতে ডুবে পড়ে যায়। তখন সেখানে থাকা একটি বিষধর সাপ তার বাম পায়ের আঙ্গুলে ছোবল দেয়।

পরে স্থানীয়রা ইরফানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অ্যান্টিভেনম ভ্যাকসিন না থাকায় ওই কিশোরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

নিহত ইরফানের চাচা মোহাম্মদ মুরাদ শাহ বলেন, আমার ভাতিজা ইরফানকে সাপে কাটার পর নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা আমার ভাতিজাকে দুই ঘন্টা ইমারজেন্সিতে রাখে এবং তার পায়ের রশির বান হালকা করে দেয়।দুই ঘণ্টা পর বলে এখানে অ্যান্টিভেনম ভ্যাকসিন নেই কুমিল্লায় নিয়ে যান। কুমিল্লা যাওয়ার পর তার মৃত্যু হয়।সময়মতো ভ্যাকসিন দিলে হয়তো আমার ভাতিজা দুনিয়ার আলো দেখতে পেত। যদি তাদের কাছে ভ্যাকসিন নাই থাকে তারা কেন আমার ভাতিজাকে এখানে দুই ঘন্টা রাখল তার বিচার আপনাদের সবার কাছে দিলাম।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বেলায়েত হোসেন বলেন,সাপে কাটার কোন ভ্যাকসিন নেই। কেন দুই ঘন্টা ইমারজেন্সিতে রাখা হয়েছে  জানতে চাইলে তিনি এটা ভুল বলেছে বলে ফোন কেটে দেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW