লালপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় উদযাপন করা হয়েছে। লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (বি এম সংযোজিত) চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শিক্ষার্থীদের ক্রিকেট ও শিক্ষকদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খাজা শামীম মোঃ ইলিয়াস হোসেন, সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, দীপেন্দ্রনাথ, প্রভাষক হাসিবুল ইসলাম, আবু রায়হান, প্রভাষক সাজেদুল ইসলাম হলুদ, সহকারী শিক্ষক আব্দুল বারী সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ। গোপালপুর ডিগ্রী কলেজের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, রোভার স্কাউট দলের কুচকাওয়াজ প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ বাবুল আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মৌলানা মোঃ তোফাজ্জল হোসেন সহ শিক্ষক মন্ডলি ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপজেলার গ্রীন ভ্যালি পার্ক, লালপুর পাবলিক লাইব্রেরি আয়োজনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।