‘নতুন বাংলাদেশ গড়ার নেতৃত্ব তরুণদের হাতেই তুলে দিতে হবে’

চাঁদপুরে যুবশক্তির সমন্বয় সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
: | আপডেট: ১৮ জুন, ২০২৫, ০৭:০৪ পিএম : | প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ০৭:০৩ পিএম
চাঁদপুরে যুবশক্তির সমন্বয় সভা

জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন “জাতীয় যুবশক্তি”-এর চাঁদপুর জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে(১৬ জুন ২০২৫) চাঁদপুর প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইসরাত জাহান বিন্দু, কেন্দ্রীয় সংগঠক মেহেদি হাসান তানিম এবং কেন্দ্রীয় সংগঠক ইব্রাহিম খলিল জিসান এবং এনসিপি-এর স্থানীয় সংগঠক তামিম খান।

সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত যুবশক্তির সংগঠকবৃন্দ, শহীদ পরিবারের সদস্যগণ এবং জুলাইয়ের আহতরা অংশগ্রহণ করেন। 

বক্তারা বলেন, 'জাতীয় যুবশক্তি জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে বড় শক্তি। জাতীয় যুবশক্তির হাত ধরেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে আমরা বাংলাদেশে সর্বোচ্চ ভূমিকা রাখবো। এবং আমরা সংগঠনের একে অন্যের সহযোগিতায় দুর্বার এগিয়ে আসবো।

বক্তারা দেশের গণতন্ত্র রক্ষায় তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুবশক্তির সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করার আহ্বান জানান।

ইসরাত জাহান বিন্দু বলেন,”তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ শুধু সময়ের দাবি নয়, এটি একটি দায়িত্ব। নতুন বাংলাদেশ গড়ার নেতৃত্ব তরুণদের হাতেই তুলে দিতে হবে

শহীদ পরিবারদের মধ্যে বক্তব্য রাখেন   আরিফ বেপারির- মা,সাজ্জাদ হোসেনের - বাবা,আবু হোসাইন মিজির- স্ত্রী, পারভেজ বেপারী - বাবা।

এসময় তারা বলেন, আমাদের সন্তানদের হত্যার বিচার করতে হবে। আমরা চাই এই সরকার যারা স্বামীহারা ও সন্তানহারা হয়েছে তাদের হত্যার বিচার করবেন। সেই সাথে শহীদ পরিবারদের প্রতি সরকারের দৃষ্টি রাখতে হবে।সভা শেষে আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে