চরভদ্রাসনে জাতীয় ফলমেলা উদ্বোধন

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ১৯ জুন, ২০২৫, ০৩:৫৪ পিএম
চরভদ্রাসনে জাতীয় ফলমেলা উদ্বোধন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনের গোলঘরে বৃহস্পতিবার সকাল ১০টায় তিনদিন ব্যাপি জাতীয় ফলমেলা-২০২৫খ্রি. এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এ ফল মেলার আয়োজন করেন। 

জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন লাল ফিতা কেটে এ ফলমেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ শাখাওয়াত হোসেন ও উপজেলা বিএনপি নেতা মোঃ শাহজাহান শিকদার প্রমূখ। 

“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এ মূল প্রতিপাদ্য বিষয়ের উপর ভিক্তি করে মেলায় প্রায় ৪০ প্রকার দেশিয় ফল প্রদর্শন করা হয়। একই সাথে স্থানীয় ফল ব্যবসায়ীদের দোকান বসানোর জন্য মেলা প্রাঙ্গনে জায়গা উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে