মহানবীকে নিয়ে কটুক্তিকারীকে জেলহাজতে প্রেরণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৯ জুন, ২০২৫, ০৪:০১ পিএম
মহানবীকে নিয়ে কটুক্তিকারীকে জেলহাজতে প্রেরণ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার অভিযোগে গ্রেপ্তারকৃত তমাল বৈদ্যকে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরপূর্বে বুধবার দিবাগত রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তমাল বৈদ্যকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করার ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে চরম উত্তেজনা ছড়িয়ে পরে। স্থানীয় তৌহিদী জনতা কটুক্তিকারী তমাল বৈদ্যকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাংতা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। খবর পেয়ে তিনি (ওসি) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত তমাল বৈদ্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তমাল রাংতা গ্রামের তাপস বৈদ্যর ছেলে। এ ঘটনায় স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত তমাল বৈদ্যকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে