নিখোঁজের তিন দিন পর তিতাসে ভেসে উঠল জেলে হাবিবের লাশ

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০২:২৬ এএম
নিখোঁজের তিন দিন পর তিতাসে ভেসে উঠল জেলে হাবিবের লাশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে ডুব দিয়ে নিখোঁজের তিন দিন পর সরাইলের বারপাইকা এলাকায় তিতাস নদে ভেসে উঠল জেলে হাবিবের (২২) লাশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন লাশ ভাসতে দেখেন। এর আগে গত ১৪ নভেম্বর দুপুরে ফসলি জমির মাটি বহনকারী বাল্কহেড নৌকার ইঞ্জিনের ফ্যানে আটকে যাওয়া জাল খুলতে ডুব দিয়ে নিখোঁজ হয়েছিল হাবিব। সরাইল ফায়ার সার্ভিসের সহায়তায় ভৈরবের ৪ ডুবুরি ৮-১০ ঘন্টা চেষ্টা করেও হাবিবের লাশ উদ্ধার করতে পারেনি। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৪ ডিসেম্বর শনিবার দুপুরের উপজেলার অরূয়াইলের বারপাইকা এলাকায় তিতাস নদ ও আশপাশের ফসলি জমির মাটি বহনকারী একটি নৌকার ইঞ্জিনের ফ্যানে জাল পেঁচিয়ে আটকে যায়। জালটি ছাড়িয়ে দিতে নদীতে মাছ ধরার কাজে ব্যস্ত মো. সামছু মিয়ার ছেলে মো. হাবিব মিয়াকে ৮ হাজার টাকায় ভাড়া করেন নৌকার লোকজন। দুইবার পানির নীচে গিয়ে জাল ছাড়াতে ব্যর্থ হন হাবিব। তৃতীয়বার ডুব দিয়ে হাবিব আর উপরে উঠেননি। দীর্ঘ সময় পর নদীর পানিতে হাবিব নিখোঁজের খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে। পরের দিন ১৫ ডিসেম্বর রোববার দুপুর ১২টার দিকে সরাইল ফায়ার সার্ভিসের টিম লিডার রিয়াজ আহমেদের নেতৃত্বে ৪ ডুবুরিসহ ১০ সদস্য প্রায় ৮-১০ ঘন্টা চেষ্টা করেও হাবিবের লাশ উদ্ধার করতে পারেননি। তিনদিন পর মঙ্গলবার সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১/২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভেসে উঠেছে হাবিবের লাশ। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান নদে হাবিবের লাশ ভেসে উঠার বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌ পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা লাশ উদ্ধার করে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে